নিরাপদ চিকিৎসা, লিভার ও গলব্লাডার রোগ

লিভারে পানি জমার চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

Liver water retention (Hydatid liver) treatment and all the methods of the doctors.

হাইডাটিড লিভার ডিজিজ বা লিভারে পানি জমাঃ

যে জীবাণু দ্বারা এই রোগ হয়, তার নাম একিনোকক্কাস গ্রানুলোসাস। ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলীয়দের মধ্যে এই রোগ বেশি হয়। কুকুর থেকে মানবদেহে এই জীবাণু দূষিত খাবার দ্বারা প্রবেশ করে। সাধারণত অন্ত্র থেকে লিভারে এই জীবাণু প্রবেশ করে। ক্রমান্বয়ে তা বড় সিস্টের রূপ নেয় ।

লক্ষণ : পেটে ব্যথা, ডান পেটে চাকা অনুভূত হওয়া, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, জন্ডিস।

জটিলতা : ১. সিস্ট ফেটে গেলে পেরিটোনাইটিস হয়।

২. ফুসফুসে গেলে এমপায়েমা থোরাসিস হয় ।

পরীক্ষা : ১. রক্তে এন্টিবডি নির্ণয় ।

২. আল্টাসনোগ্রাফি।

৩. সিটিস্ক্যান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *