গাছপালা

হুরমুই গাছ

প্রচলিত নাম : হুরা

ইংরেজী নাম : Hurmoi

বৈজ্ঞানিক নাম : Sapium indicum Willd

পরিবার : Euphoriaceae

পরিচিতি : ছোট আকারের ঝোপ জাতীয় মুকুট বিশিষ্ট গাছ। বাকল ঘন ধূসর এবং সুন্দর ফাটল বা ভাজযুক্ত। পাতা সরল, পূর্ণাঙ্গ, একান্ত র ৮-১২ x ২-৩ সে. মি. লম্বাটে বল্লমাকৃতির পত্ৰশীর্ষ ও গোড়া ক্রমশঃ সরু, পত্রফলকের কিনারা খাঁজকাটা। ফুল ছোট, স্পাইক, ৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফল কাষ্ঠাল ক্যাপসুল, গোলাকার ও ২.৫ সে. মি. লম্বা।

বিস্তৃতি : নীচু এলাকায় সুন্দরবনের ধারে ভাল জন্মে। খুলনা ও পটুয়াখালী অঞ্চলে বেশী পাওয়া যায়।

সাধারণ ব্যবহার : পাতা থেকে সবুজাভ হলুদ রং তৈরী হয়। ফল মাছের বিষ বা মাছ মারার জন্য ব্যবহৃত হয়। শিকড়ের চামড়া মল পরিস্কারক ও হাইড্রোফোবিয়া রোগে ব্যবহৃত হয়। এছাড়া, কাঠ জ্বালানী হিসেবেও ব্যবহার হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *