গাছপালা

হেন্তাল গাছ

প্রচলিত নাম : হেতাল

ইরেজী নাম : Hantal

বৈজ্ঞানিক নাম : Phoenix pallucosa Roxb.

পরিবার : Graminae

পরিচিতি : ছোট আকারে ৪-৬ মিটার উঁচু পাম গাছ। পাতা অনেকটা খেজুরের মতো। রেকিস ০.৫-১.৫ মিটার লম্বা হয়। ডগায় অসংখ্য কাঁটা আছে। গাছের গড় ব্যাস ১০-১৫ সে. মি., ফল খেজুরের মতো কাদিতে হয় কিন্তু আকারে অনেক ছোট।

বিস্তৃতি : সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন এলাকা।

সাধারণ ব্যবহার : কাণ্ড ঘরের চালের রুয়া হিসেবে ব্যবহৃত হয়। কচি হেন্তালের ডগা নরম ও রসাল হওয়ার কারণে সুন্দরবনের বার্ডয়ালীদের কাছে একটি প্রিয় খাদ্য। ফলের স্বাদ তেঁতো হওয়ায় এ ফল মানুষ খায় না।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *