গাছপালা

হিজল গাছ

প্রচলিত নাম : কুমিয়া

ইংরেজী নাম : Higal

বৈজ্ঞানিক নাম : Barringtonia acutangula (Linn.) Gaertn.

পরিবার : Myrtaceae

পরিচিতি : মধ্যম আকৃতির চিরহরিৎ বৃক্ষ। উচ্চতায় ১৫ মিটার পর্যন্ত হয়। বাকল ঘন বর্ণের, মোটা। ফুল রেসিমোস, লম্বা ও লাল বর্ণের স্টামেনযুক্ত। পাতা লম্বাটে, লেদারি, পত্ৰশীর্ষ গোলাকার, ৫-১৫ সে. মি. লম্বা হয়। ফল চতুস্কোণী, লম্বায় ৩ সে. মি. হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সকল হাওড় এলাকায় বা নীচু জলবদ্ধ এলাকার তীরভূমিতে জন্মে।

বীজ সগ্রহ : জুলাই-আগস্ট।

সাধারণ ব্যবহার : কাঠ নরম, সাদা বর্ণের, উজ্জ্বল, মসৃণ ও টেকসই। নৌকা তৈরী ও সস্তা আসবাবপত্র তৈরীতে ব্যবহার করা যায় । জ্বালানী হিসাবে উত্তম। বাকল থেকে ট্যানিন পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *