হারগোজা গাছ
প্রচলিত নাম : হুরকুচ
ইংরেজী নাম : Hargoza
বৈজ্ঞানিক নাম : Acanthus ilicifolius Linn.
পরিবার : Acantheceae
পরিচিতি : হারগোজা একটি কাঁটাযুক্ত গুল্ম। সাধারণতঃ ম্যানগ্রোভ বনের প্রান্তস্থিত অঞ্চলে নিম্নস্তরের ঘন ঝোপ হিসাবে জন্মে। হারগোজার এ রকম কেঁপের মধ্যে জন্মানো অন্যান্য গাছের যে কোন চারা সহজেই ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পাতা হলুদাভ সবুজ, পাতার কিনারা করাতের মত কাটা ও দাঁতযুক্ত। পত্রফলক উজ্জ্বল ও পত্রবৃন্ত ছোট হয়।
নীল ফুলে সামান্য বেগুনী আভা আছে। দুই পাহাড়ী বিশিষ্ট দল মণ্ডলের গোড়ার অংশ কখনও কখনও হলুদাভ হয়। ফুল থেকে মৌমাছি খাদ্য (নেকটার) সংগ্রহ করে। ফল উজ্জ্বল সবুজ থেকে বাদামী বর্ণের উপবৃত্তাকার ক্যাপসুল। প্রজাতিটি কিছুটা জরায়ুজ অংকুরোদগমের প্রবণতা দেখায়।
বিস্তৃতি : বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে দেখা যায়।
সাধারণ ব্যবহার : সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে আগাছা হিসেবে পরিচিত ।