হার্ট ফেইলুর
হার্ট এর কার্যকারীতা হ্রাস পেলে তাকে হার্ট ফেইলুর বলা হয়। এটি মূলত ইসকেমিক হার্ট ডিজিজ এর ফলে হয়ে থাকে। হার্ট ফেইলুর হলে রোগীর শ্বাসকষ্ট, বুকে চাপ বোধ, বুক ব্যথা, শারীরিক দুর্বলতা, পায়ে পানি আসা লক্ষণ দেখা দিতে পারে ।
হার্ট ফেইলুর এর লক্ষণ দেখা দিলে রোগ নির্ণয়ের জন্য রোগীকে দ্রুত একজন এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।