বার্জার ডিজিজ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
বার্জার ডিজিজ
এটি মূলত পায়ের একটি সমস্যা। দীর্ঘদিন যাবৎ তামাক ব্যবহার করলে (ধুমপান/জর্দা/পাতা/গুল/দোক্তা ইত্যাদি) এই সমস্যা হতে পারে। এ রোগের ক্ষেত্রে তামাকের কারনে রক্তনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই রোগে রোগী হাঁটতে গেলে পায়ের হাঁটুর নিচের পেশীতে বেদনা হয়। আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণ হাঁটলে পায়ের পেশীতে বেদনা হয় এবং বিশ্রাম নিতে বেদনা হ্রাস পায় এবং রোগী আবার হাঁটতে পাওে তবে কিছুক্ষন পর আবার বেদনা হয়। এই সমস্যা দীর্ঘদিন থাকলে পায়ের আঙ্গুলে পঁচন ধরতে পারে। পঁচনের প্রাথমিক লক্ষণ পায়ের বুড়ো আঙ্গুলের প্রান্তভাগ কালো হয়ে যায় ও সেখানে কোন অনুভূতি থাকে