হার্ট এটাক
করোনারী ব্লক (হার্টের রক্তনালীতে প্রতিবন্ধকতা হলে) হলে হার্টের কিছু কিছু অংশ পর্যাপ্ত রক্ত সরবরাহ লাভ করে না। এই ব্যাপারটিকে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়। ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে হার্টের কিছু কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটিকে মায়োকার্ডিয়াল ইনফারকশন বলা হয় যা সাধারন ভাষায় হার্ট এটাক হিসেবে পরিচিত। হার্ট এটাক একটি প্রাণঘাতি সমস্যা। হার্ট এটাক এর প্রধান লক্ষণ বুক ব্যথা ও শ্বাসকষ্ট (বিষয়বস্তুগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে)।