গোল্লা বা গোলাক বেত
প্রচলিত নাম : গোলাক বেত
ইংরেজী নাম : Golla Bet
বৈজ্ঞানিক নাম : Daemonorops jenkinsianus Mart
পরিবার : Palmae
পরিচিতি : কাণ্ডের বেড় ৩.১-৩.৫ সে. মি.। পর্বগুলি স্পষ্ট, পৰ্বৰ্মধ্যের দৈর্ঘ্য ১৮,০-৪২.৫ সে. মি., পাতার দৈর্ঘ্য ২.২-২.৪ মিটার। সিরোজের দৈর্ঘ্য ৬-৮ মিটার। পত্রকগুলি রেকিস হতে উভয়পার্শ্বে উৎপন্ন হয়। রেকিসের উপর পত্রকগুলি একান্তর, তবে রেকিসের অগ্রভাগে মনে হয় পত্রকগুলি প্রতিমূখ। পত্রকের দৈর্ঘ্য ৩৫.০-৫৪.৫ সে. মি. এবং প্রস্থ ১.৫-২.৫ সে. মি.। ফলের আকার গোলাকার, দুইপ্রান্তে কিছুটা চাপা। ফলের রং হলুদাভ সবুজ বা বাদামী। তাজা একটি পরিপক্ক ফলের ব্যাস ১.৯-২.২ সে. মি. এবং ওজন ১.৪-১.৫ গ্রাম। ফল পাকার সময় মে-জুলাই মাস। ফল পাকার পরপরই ফুল ফোটে। বৎসরে একবার মাত্র ফুল ও ফল হয়। ফলের ভিতর একটি মাত্র বীজ থাকে।
বিস্ততি : বাংলাদেশের সর্বত্র।
বীজ সংগ্রহ : জুন-জুলাই।
বংশ বিস্তার : পলিব্যাগ চারা ও মোথার মাধ্যমে।
প্রাপ্তিস্থান : গ্রামাঞ্চলে খুবই কম ঝাড় রয়েছে। বানঞ্চলে ও জনবসতি সংলগ্ন পাহাড়ী অঞ্চলে অল্প পরিমাণ ঝাড় দেখা যায়। চট্টগ্রামের ফয়’জলেকের পাহাড়ে কিছু কিছু পরিমাণ প্রাকৃতিক ঝাড় রয়েছে। সিলেটের টিলাগড়ে কিছু লাগানো ঝাড় আছে। পাহাড়ের ঢালু এবং গ্রামাঞ্চলের সমতল ভূমিতে অপেক্ষাকৃত ভিজা জায়গায় বেশী দেখা যায়। সাধারণ ব্যবহার ও আসবাবপত্রের খুঁটি, ফ্রেম তৈরী ও লাঠি ইত্যাদিতে বিশেষভাবে ব্যবহৃত হয়।