প্রচলিত নাম : গ্লিরিসিডিয়া
ইংরেজী নাম : Gliricidia
বৈজ্ঞানিক নাম : Gliricidia sepiun Jacq. St.
পরিবার : Leguminosae
পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের দ্রুতবর্ধনশীল পত্রহরিৎ বৃক্ষ। এ গাছ বিদেশ থেকে আমাদের দেশে আনা হয়। পাতা ইমপেরিপিনেট যৌগিক, রেকিস ১৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। পত্রক ৭-১৩টি, ৩-৭x ১.৫-৩.০ সে. মি., লম্বাটে বল্লমাকৃতির। ফুল সাদাভ হলুদ বর্ণের, রেসিম, কাক্ষিক, ১২.৬ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফল পড, ১০-১৫x ২ সে. মি. লেদারী।
বিস্তৃতি : দেশের সর্বত্র পশুখাদ্য ও জ্বালানীর জন্য লাগানো হয়।
ফুল ফোটার সময় : ফেব্রুয়ারী-মার্চ।
বীজ সংগ্রহ : মে-জুন।
সাধারণ ব্যবহার : পাতা উত্তম পশুখাদ্য। এছাড়া, শোভাবর্ধন ও জীবন্ত বেড়ার জন্য কাটিং লাগানো হয়। দ্রুত বর্ধনশীল গাছ বিধায় জ্বালানী কাঠের জন্য লাগানো হয়।