দুর্বল স্মৃতিশক্তি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
দুর্বল স্মৃতিশক্তি বা ভুলে যাওয়া
সাধারণত এ সমস্যা বৃদ্ধ বয়সে (৬০ এর অধিক বয়স) দেখা দেয়। তবে এই বয়সের পূর্বে এ ধরনের সমস্যা দেখা দেয়া মস্তিস্ক জণিত কারনে হতে পারে। আবার মানসিক চাপ, অপুষ্টি, মানসিক রোগ ইত্যাদি কারনেও স্মৃতি শক্তির হ্রাস ঘটতে পারে।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
অপুষ্টি থাকলে তা দূর করা।
মানসিক চাপ মুক্ত থাকা।
গুরুত্বপূর্ণ বিষয় ডায়রী বা কাগজে লিখে রাখা।
স্মৃতি শক্তি বৃদ্ধিকারী কর্মকান্ড করা।
ঔষধ
ক) ভিটামিন সাপ্লিমেন্ট
জেনেরিক: ভিটামিন বি কমপ্লেক্স (vitamin B complex) :
ব্রান্ড- এরিস্টোভিট বি (Aristovit B) , প্রস্তুতকারক: বেক্সিমকো
ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+); একটি ট্যাবলেট দিনে তিন বার ১
পরবর্তীতে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ কিংবা মেডিসিন বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।