হাত, পা, মাথা জ্বালাপোড়া করা
হাত-পা জ্বালা-পোড়া করা ভিটামিনের অভাব, নিউরাইটিস (স্নায়ুর ইনফ্লামেশন), নিউরোপ্যাথি (নার্ভের ক্রিয়াহ্রাস), হরমোন সমস্য, রজনিবৃত্তি, মানসিক সমস্যা ইত্যাদি কারনে হতে পারে। এ ধরনের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে সামান্য ( যেমন ভিটামিনের অভাব) আবার কিছু কিছু ক্ষেত্রে মারাত্নক (যেমন নিউরোপ্যাথি)।
প্রাথমিক চিকিৎসা
ডায়বেটিস থাকলে তা নিয়ন্ত্রন করা।
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন করা।
মানসিক চাপমুক্ত থাকা।
ঔষধ
ক) ভিটামিন সাপ্লিমেন্ট
জেনেরিক: ভিটামিন বি১+বি৬+বি১২;
ব্র্যান্ড নিউরো-বি (Neuro-B) প্রস্তুত কারক: স্কয়ার।
ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে- ১ ট্যাবলেট সকাল + রাত-১৫ দিন।
পরবর্তীতে একজন মেডিসিন বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিত্সকের নিকট প্রেরণ করতে হবে।