ফুড এলার্জি ও পয়জনিন

পেটে গ্যাস হওয়ার কারণ  ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

পেটে গ্যাস জমা বা অস্বস্তি বোধ হওয়া

পেটের ভেতর বায়ু সঞ্চয় (গ্যাস জমা) । বিভিন্ন কারনে এটি হতে পারে। খাবারের সাথে বায়ু পেটে প্রবেশ করলে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এছাড়াও কিছু ধরনের খাবার ইন্টেস্টাইনে গ্যাস সৃষ্টি করে। অনেকের ধারণা গ্যাস্ট্রিক সমস্যার কারনে পেটে গ্যাস হয়। ব্যপারটা এমন নয়। গ্যাস্ট্রিক সমস্যা মূলত হলো, পেপটিক আলসার। পেপটিক আলসারে পেটে কোন বায়ু সৃষ্টি হয় না, ঘা হয়।  পেটে বেশি বায়ু থাকলে তা পেটে (মূলত উপরের দিকে) অস্বস্তি সৃষ্টি করে। বুকে ভারবোধও হতে পারে। পেটের এই বায়ু ঢেকুরের মাধ্যমে মুখ দ্বারা ও বাতকর্মের মাধ্যমে মলদ্বার দ্বারা বের হয়ে যায়।

 

প্রাথমিক চিকিৎসা

সাধারণ ব্যবস্থাপনা

খাবার ভাল করে চিবিয়ে খাওয়া।

খাবার সময় পানি পান না করা। =

খাবার পর পরই শুয়ে না পড়ে কিছুক্ষণ বসে থাকা।

 

ঔষধ

১) মোটিলিটি স্টিমুলেন্ট

জেনেরিক: ডমপেরিডন (domperidone) কালে।

ব্র্যান্ড : অমিডন (omidon) প্রস্তুতকারক: ইনসেপটা

ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার খাবার ৩০ মিনিট পূর্বে।

 

২) এন্টিফ্লাটুলেন্ট যুক্ত এন্টাসিড।

জেনেরিক :এলুমিনিয়াম হাইড্রোক্সাইড + ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড + সিমেথিকন;

ব্রান্ড-এন্টাসিড প্লাস (Antanil plus) , প্রস্তুতকারক: ইবনেসিনা

ডোজ: প্রাপ্ত বয়স্ক- ২ ট্যাবলেট তিনবেলা খাবার ৩০ মিনিট পর চিবিয়ে বা চুষে সেব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *