নিরাপদ চিকিৎসা, ফুড এলার্জি ও পয়জনিন

উদগার বা  ঢেকুর ওঠার কারণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

ঠেকুর ও উদগার

ভুক্ত খাদ্য দ্রব্য ইসোফেগাস দিয়ে উল্টোদিকে উঠে আসাকে উদগার বলা হয়। স্টমাকের অভ্যন্তরস্থ বায়ু ইসেফেগাস দ্বারা উপরের দিক দিয়ে বের হয়ে আসাকে ঠেকুর বলা হয়। স্টমাকে বেশি বায়ু জমা হলে তা প্রাকৃতিক ভাবেই ঠেকুরের মাধ্যমে বের হয়ে আসে। তবে ঠেকুর ও উদগার সমস্যা বেশি হলে চিকিৎসা নেয়ার প্রয়োজন হতে পারে।

 

প্রাথমিক চিকিৎসা

সাধারণ ব্যবস্থাপনা

খাবার ভাল করে চিবিয়ে খাওয়া।

খাবার সময় পানি পান না করা।

খাবার পর পরই শুয়ে না পড়ে কিছুক্ষণ বসে থাকা।

ঔষধ

১) মোটিলিটি স্টিমুলেন্ট

জেনেরিক: ডমপেরিডন (domperidone)।

ব্র্যান্ড : অমিডন (omidon) প্রস্তুতকারক: ইনসেপটা

ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার খাবার ৩০ মিনিট পূর্বে

 

২) এন্টিফ্লাটুলেন্ট: ৬ মাসের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে উদগার সচরারচর ভাবেই দেখা যেতে পারে। এই উদগারকে বমি বলে ভুল হতে পারে। এটি শিশুর পেটে আন্ত্রিক গ্যাস সঞ্চয়ের ফলে হতে পারে। এ ক্ষেত্রে এন্টিফ্লাটুলেন্ট ব্যবহৃত হয়।

জেনেরিক: সিমেথিকন ; (Simethicon)

ব্রান্ড-পেডিয়াট্রিক ড্রপ – গ্যাসনিল (Gasnil), প্রস্তুতকারক এসকেএফ

ডোজ : ০.৩ মিলি ড্রপ দিনে ৩-৪ বার-১০ দিন।

 

হিক্কা বা হেচকি।

হিক্কা বা হেঁচকি মূলত নার্ভাস সিস্টেমের সমস্যা। এ ক্ষেত্রে দি ডায়াফ্রামের অস্বাভাবিক সংকোচন ঘটে যার উদ্দিপনা ব্রেইন থেকে আসে। হিক্কা কখনো কখনো মারাত্নক রোগাবস্থাকে নির্দেশ করতে পারে। একাধারে অনেক্ষন হিক্কা হলে সতর্ক হতে হবে এবং রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।

প্রাথমিক চিকিৎসা

সাধারণ ব্যবস্থাপনা

খুব মনোযোগের প্রয়োজন এমন কাজ করানো।

ব্যাগ পদ্ধতিতে হিক্কা উপশমের চেষ্টা করা।

ঔষধ।

১) মাসল রিলাক্সেন।

জেনেরিক: বেক্লোফেন (Beclofan)।

ব্রান্ড-বেক্লো-৫ (Beklo-5)।

ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *