নিরাপদ চিকিৎসা, পাকস্থলী ও ইনটেসটিন রোগ

গলায় জ্বালাপোড়া  ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

গলায় জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া

এটি মূলত গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের ক্ষেত্রে দেখা যায়। এ ক্ষেত্রে স্টমাকের এসিড স্টমাক দিয়ে উপর দিকে উঠে ইসোফেগাস পর্যন্ত পৌছে যায়। ফলে । গলায় জ্বালাপোড়া হয়। যেহেতু ইসোফেগাসের একটি অংশ বুকে থাকে সেহেতু বুক জ্বালাপোড়া অনুভূত হতে পারে। বুক জ্বালাপোড়া আরো কিছু রোগাবস্থায় দেখা যেতে পারে (যেমন- হায়াটাস হার্ণিয়া)।

প্রাথমিক চিকিৎসা

ক) আকস্মিক আক্রমনের প্রাথমিক চিকিৎসা।

সাধারণ ব্যবস্থাপনা

রোগীকে বসানো অবস্থায় রাখা বা আধাবসা-আধাশোয়া অবস্থায় রাখা।

অল্প অল্প ঠান্ডা পানি পান করতে দেয়া।

ঔষধ

১) এন্টি আলসারেন্ট – । জেনেরিক: ওমিপ্রাজল (omeprazole);

ব্রান্ড- স্যাসেট: ললাসেকটিল (পাউডার আকারে) (Losectil)। প্রস্ততকারক: এসকেএফ।

ডোজ: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি আধা কাপ পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে হবে।

২) মোটিলিটি স্টিমুলেন্ট জেনেরিক: ডমপেরিডন (domperidone);

ব্রান্ড-রিডন ইজি (পাউডার আকারে) (Ridon easy) প্রস্ততকারক: এসকেএফ

ডোজ:

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি আধা কাপ পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে হবে।

খ) বর্তমান অবস্থায় সমস্যা নেই এমন ক্ষেত্রে

সাধারণ ব্যবস্থাপনা

১. খাবার পর পরই শুয়ে না পড়া। নূন্যতম ৪০ মিনিট বসে থাকা।

২. পেট ভরে না খাওয়া। খাবার সময় পানি পান না করা ।

ঔষধ।

১) এন্টি আলসারেন্ট।

জেনেরিক: ইসোমেপ্রাজল (Esomeprazole);

ব্রান্ড: ট্যাব-ম্যাক্সপ্রোপ্রো-২০ (Maxpr০-20) প্রস্তুত কারক-রেনাটা।

ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে ও রাতে খাবার ৩০ মি পূর্বে-২ মাস

২) মোটিলিটি স্টিমুলেন্ট

জেনেরিক: ডমপেরিডন (domperidone)

ব্র্যান্ড : অমিডন (omidon) প্রস্তুতকারক: ইনসেপটা

ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার খাবার ৩০ মিনিট পূর্বে-১০দিন

৩) এন্টাসিড:

জেনেরিক: এলুমিনিয়াম+ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড;

ব্রান্ড-এন্টানিল (Antanil) , প্রস্তুতকারক: ইবনেসিনা।

ডোজ: প্রাপ্ত বয়স্ক- ২ ট্যাবলেট তিনবেলা খাবার ৩০ মিনিট পর চিবিয়ে বা চুষে সেব্য-১৫ দিন।

উপরোক্ত ঔষধ সমূহ গর্ভবতীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

পরবর্তীতে একজন এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে ।

 

আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *