ফারুয়া বাঁশ
প্রচলিত নাম : ফারুয়া বাঁশ
ইংরেজী নাম : Farua Bans.
বৈজ্ঞানিক নাম : Bambusa polymropha Munro.
পরিবার : Graminae
পরিচিতি : একটি ঘন ঝাড় বিশিষ্ট বাঁশ। কাশ্ম ১০-২০ মিটার লম্বা ও ব্যাস ২.৫-১০.০ সে. মি. হয়। বাকল ধূসর সবুজ হয় এবং গায়ে বাদামী লোম আছে। গোড়া থেকে ৫ম পর্বসন্ধি পর্যন্ত বায়ুমূল থাকে। বাঁশের খোল ২০-২৫ সে. মি. লম্বা এবং প্রশস্ত ২৮-৩৫ সে. মি.। অরিকল ২টি, অসমান ও ফালকেট। খোলের ব্লেড ৫.৫-১০ সে. মি. লম্বা হয়। পাতা সরু বল্লামাকৃতির, ৬-২০ X ০৭-২.০ সে. মি. ও। বোটার দিকে গোলাকার থাকে।
বিস্তৃতি : মোথার মাধ্যমে।
বংশ বিস্তার : পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ বনে জন্মে।
সাধারণ ব্যবহার : ঘরের খুঁটি, চালার কাঠামো, ঝুড়ি, কুটির শিল্প, কৃষি উপকরণ, বেড়া ও বিভিন্ন কাজে ব্যপকভাবে ব্যবহৃত হয়।