কড়া
কড়া
ইংরেজীতে একে কর্ণ বলা হয়ে থাকে। ত্বকের কোন অংশ ক্রমাগত ঘর্ষণের সংস্পর্শে আসলে সে স্থান শক্ত ও বেদনদায়ক হয়ে ওঠে। এটাই কর্ণ বা কড়া। এগুলো সাধারণত পায়ের তলায় বেশি হয়। কর্ণ দেখা দিলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতিত কড়া কাটা যাবে না। কড়ার চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে।