টিউমার
টিউমার
প্রায়ই ত্বকের নিচে ঘোট ঘোট নরম গুটি দেখা যায়। এগুলো তৃকের সমস্যা না হলেও যেহেতু ত্বকের নিচে এগুলো দেখা যায় তাই এগুলোকে ত্বকের সমস্যা হিসেবেই আলোচনা করা হলো। বেশ কয়েকটি কারণে এ ধরনের গুটি দেখা যেতে পারে; যেমন- লাইপোমা, মায়োমা, নিউরোফাইব্রোমা, লিম্ফ নোড ফিত হওয়া, গ্যাংলিয়ন ইত্যাদি।
এ ধরনের সমস্যা দেখা গেলে একজন সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।