গাছপালা

জংগলী বাদাম বা জঙ্গল বাদাম গাছ

জংগলীবাদাম

প্রচলিত নাম : জংগলী বাদাম, জঙ্গল বাদাম

ইংরেজী নাম : Dung Tree

বৈজ্ঞানিক নাম : Sterculia foetida Linn.

পরিবার : Sterculiaceae

পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ উচ্চতায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা যৌগিক, খণ্ডে খণ্ডে বিভক্ত, ৭-৯টি পত্রক আছে। প্রায় ১৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফুর ডায়োসিয়াস, লাল, বৃতি লোমযুক্ত। ফলিকল বড়, কাষ্ঠাল নৌকাকৃতি। অসংখ্যা কালো ও মসৃন বীজ আছে।

বিস্তৃতি : কোথাও কোথাও লাগানো হয়।

সাধারণ ব্যবহার : কাঠ শক্ত ও দৃঢ়। কাঠ প্যাকিং কেস, টানিং, মাস্তুল ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। বাকলের আঁশ রশি তৈরীতে ব্যবহৃত হয়। বীজ ও তেল উপাদেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *