প্রচলিত নাম : জগ্যডুমুর
ইংরেজী নাম : Country Fig
বৈজ্ঞানিক নাম : Ficus racemosa Linn.
পরিবার : Moraceae
পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের গাছ। এ গাছের কোন বায়ুবীয় মূল নাই। বাকল স্কোলযুক্ত। পাতা সরল, পূর্ণাঙ্গ, একান্তর, ১০১২x ৪-৮ সে. মি., লম্বাটে বল্লমাকৃতির। পত্রফলক গাঢ় সবুজ, অখণ্ডিত, মসৃণ চামড়ার মতো ও খসখসে। ফুল গর্ভপাদপুস্পী ও একলিঙ্গ। পত্রবিহীন শাখা ও কাণ্ডে ডুমুর ফল ধরে। ফল পাকলে লাল বা কমলা বর্ণের হয়।
বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম ও চট্টগ্রামে বেশী জন্মে। তবে দেশের সর্বত্রই দেখা যায়।
সাধারণ ব্যবহার : কাঠ নরম, ধূসর ও লালাভ বাদামী বর্ণের হয়। কাঠ খুবই হালকা ও ভঙ্গুর। পানির নীচে টেকসই বিধায় নলকুপে ব্যবহৃত হয়। এছাড়া, সস্তা আসবাবপত্র, বাজে তক্তা, চায়ের বাক্স, খেলনা, তুলার রীল, দাড়, প্যাকিং কেস ইত্যাদিতে ব্যবহৃত হয়।