ডি.এন.এস (নাকের হাড় বাঁকা থাকা)
নাকের বিভাজকের বক্রতাকে মেডিকেলের ভাষায় ডি.এন.এস ( ডেভিয়েশন অব ন্যাসাল সেপটাম বলা হয়। তবে স্থানিক ভাবে একে নাকের হাড় বাঁকা হিসেবে অভিহিত করা হয়। নাকের হাড় বিভিন্ন কারনে বেঁকে যেতে পারে। যেমন- নাকে পলিপ থাকা, নাকের ভেতরের হাড় স্ফিত হওয়া, আঘাত, জন্মগত ত্রুটি ইত্যাদি। নাকের হাড় বাঁকা থাকলে তা কিছু কিছু ক্ষেত্রে নাকের ভেতরে খেয়াল করলে দেখা যায়, রোগীর নাক বন্ধ থাকে, ঘন ঘন সর্দি লাগে, সাইনুসাইটিসের সমস্যা থাকতে পারে, কানের সমস্যা থাকতে পারে ইত্যাদি।
এই সমস্যার চিকিৎসা হলো হাড় বেঁকে যাওয়ার কারন দূর করা এবং প্রয়োজনে অপারেশনের মাধ্যমে হাড় সোজা করা। এর জন্য একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়ার কথা বলতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”dns-alo”]
[videogallery id=”dns-homeo”]
[videogallery id=”dns-harbal”]