নাক কান গলা রোগ, নিরাপদ চিকিৎসা

স্লিপ এপনিয়া কেন হয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

স্লিপ এপনিয়া

ঘুমের মাঝে শ্বাসকার্যে ব্যাঘাত ঘটলে তাকে স্লিপ এপনিয়া বলা হয়। সাধারণত যারা নাক ডাকেন তাদের ক্ষেত্রে স্লিপ এপনিয়া বেশি দেখা যায়। স্লিপ এপনিয়া উচ্চরক্তচাপ, হার্টফেইলুর, কার্ডিয়াক এরিদমিয়া (হৃদ রোগ; যেখানে অনিয়মিত স্পন্দন থাকে), সেরেব্রাল স্ট্রোক ইত্যাদির অন্যতম কারন। স্লিপ এপনিয়ার প্রধান লক্ষণ ঘুম থেকে উঠার পর ক্লান্তি অনুভব কিংবা ঐ দিন ক্লান্তিভাব বেশি থাকা, বেশি বেশি ঘুম পাওয়া ইত্যাদি।

এ সমস্যা দেখা দিলে দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়ার কথা বলতে হবে ।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট 

[videogallery id=”sleep-apnea-alo”]

[videogallery id=”sleep-apnea-homeo”]

[videogallery id=”sleep-apnea-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *