গাছপালা

ধূপ গাছ

প্রচলিত নাম : ধুপ

ইংরেজী নাম : Dhup

বেজ্ঞানিক নাম : Canaria resiniferum Brace

পরিবার : Burseraceae

পরিচিতি : বৃহদাকার চিরসবুজ সুগন্ধি নির্যাস উৎপাদনকারী গাছ। বাকল ধূসর পাতা যৌগিক, একান্তর ও ৩০-৬০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। পত্রক ৭-১৫টি ও ১০-২০ সে. মি. লম্বা থাকে। ফুল গুচ্ছভাবে জন্মে, পেনিকল কাক্ষিক ও ৩৩-৪৫ সে. মি. লম্বা। ফল ড্রোপ ৪৫ সে. মি. লম্বা হয়।

বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বিক্ষিপ্তভাবে পাওয়া যায়। তবে এ গাছ ভারত থেকে এনে সীমিতভাবে লাগানো হয়।

সাধারণ ব্যবহার : গাছের কাণ্ড থেকে সুগন্ধিযুক্ত রেজিনাস আঠা আহরিত হয় এবং উহা ধূপ হিসেবে সুগন্ধি ধোঁয়ার জন্য হিন্দুরা ব্যবহার করে থাকে। কাঠ শক্ত, দৃঢ় ও টেকসই। কাঠের গুঁড়া নৌকা বা লঞ্চের পানি চুয়ানো বন্ধের জন্য, ভার্নিশ কাজে এবং মেডিক্যাল প্লাস্টার তৈরীতে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *