গাছপালা

ধুলিয়া গর্জন গাছ

প্রচলিত নাম : ধুলিয়া গর্জন

ইরেজী নাম : Dhalia Gorjan

বৈজ্ঞানিক নাম : Dipterocarpus gracilis Bl.

পরিবার : Dipterocarpaceae

পরিচিতি : বৃহদাকার চিরসবুজ গাছ, উচ্চতায় ৪০ মিটার পর্যন্ত হয়ে থাকে। কাণ্ড সোজা, লম্বা এবং মাঝের বেড় ৫-৬ মিটার পর্যন্ত হয়ে থাকে। বাকল সাদা ও ধূসর বর্ণের লম্বালম্বি ফাটলযুক্ত অমসৃণ। পাতা সরল। ফুল ছোট ও বোটাবিহীন। ফল ছোট দুইপাখা বিশিষ্ট।

বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী বনাঞ্চল।

বীজ সংগ্রহ : এপ্রিল-মে।

বীজের ওজন : কেজিতে ১৩০-১৫০টি।

সাধারণ ব্যবহার : কাঠ হালকা লাল, মোটামুটি শক্ত, দৃঢ়, টেকসই ও রেজিনযুক্ত। মোটামুটি পালিশযোগ্য। ব্যবহার অনেকটা গর্জনের মতো। তবে তক্তা, নৌকা, লঞ্চ, ট্রলার ও সাম্পান নৌকা নির্মাণে বেশী ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *