খুসকি
খুসকি
এটি চুলের একটি সাধারন সমস্যা। স্থানীয় ভাষায় মরামাস/মরাচামড়া ইত্যাদি নামে অভিহিত করা হয়। খুসকি হলে চুলের গোড়ায় সাদা সাদা আঁশের মত স্তর দেখা যায় যা চুলকানীর সৃষ্টি করে এবং চুলকানীর সাথে উঠে আসে। এটি একটি ছত্রাক জণিত রোগ এবং ছোঁয়াচে ।।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
আক্রান্ত স্থান যথা সম্ভব পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
রোগীর পরিধেয় ও ব্যবহার্য কাপড় অন্যকে না দেয়া।
ঔষধ। ১) এন্টিফাঙ্গাল শ্যাম্পু
- জেনেরিক: কিটোকোনাজল শ্যাম্পু ,
ব্র্যান্ড-সিলেক্ট প্লাস, প্রস্তুতকারক: স্কয়ার ব্যবহার বিধি: গোসলের পূর্বে আক্রান্ত স্থানে লাগিয়ে ৫-১০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এভাবে একমাস ।
পরবর্তীতে একজন চর্মরোগ বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।।
সহজ অ্যালোপ্যাথিক চিকিৎসা-৫০