গাছপালা

বাঘনুলা গাছ

প্রচলিত নাম : বাঘনল

ইংরেজী নাম : Cyanotis

বৈজ্ঞানিক নাম : Amischophacelus axillaries (Linn.) Rolla, Roa and Kamm.

পরিবার : Camelinaceae

পরিচিতি : বর্ষজীবি বীরুৎ, স্যাতস্যাতে বা জলাশয়ের পার্শ্বে যেখানে সেখানে আগাছার মতো জন্মে। এ গাছের ছোট ছোট হালকা বেগুনি ফুল যেন মাটিতে ছড়ানো। এ গুচ্ছ ঘন সবুজের ফাঁকে ফাঁকে বেগুনি রঙের হাতছানি। আঁশীয় শিকড়, পাতা রৈখিক, চ্যাপ্টা সীথাবিশিষ্ট। পুষ্পবিন্যাস সাইম, অবৃন্তক। পাতার সীথ যেখানে অক্ষকে ঢেকে রাখে সেখানে একগোছায় ৩৫টি ফুল হয়। গৌণ মঞ্জরিপত্র স্বচ্ছ ও রৈখিক। ফুল হাল্কা বেগুনি ৩ পাপড়ি বিশিষ্ট। ফল শীর্ষে সূক্ষ্ম অথবা মাঝখানে চাপা খেয়ে তিনটি প্রকোষ্ঠে বিভক্ত ও বীজ কূপযুক্ত।

বিস্তার : সমগ্র বাংলাদেশ।

ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।

ঔষধি ব্যবহার :

১) তেলের সঙ্গে কৃাথ তলপেটে ঘষলে পেটফুলা ও শোথ কমে।

২) গর্ভপাত ঘটানোর জন্য এ গাছ দিয়ে সাপোজিটারি তৈরী করে গর্ভবতী মেয়েদের যোনিতে দিলে গর্ভপাত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *