বিলাতি আনারস গাছ
প্রচলিত নাম : এগাব, বিলাতি পাট
ইংরেজী নাম : Century plant or American aloe
বৈজ্ঞানিক নাম : Agave americana Linn.
পরিবার : Agavaceae
পরিচিতি : কাণ্ডবিহীন গুল্মজাতীয় গাছ। পাতা আনারসের মতো সরল, অনেকটা তরকারির মতো। পাতার কিনারায় বাকা কাঁটা আছে। কোন কোন সময় পাতায় লম্বালম্বি সাদা বা হলুদ ডোরা দাগ থাকে। সাধারণতঃ কয়েক বছর পর প্রায় গোড়া থেকে একটি দীর্ঘ ও সরু খাড়া পুস্পদণ্ড উদগত হয়। ফুল সাদা হলুদে মেশানো। ফুল হওয়ার পর গাছ মারা যায়।
বিস্তার : বাংলাদেশের সর্বত্র।
ব্যবহার্য অংশ : পাতা।
ঔষধি ব্যবহার :
১) পাতার রস জোলাপ, ঋতু পরিস্কারক, সিফিলিস, স্ক্রোফুলা ও ক্যান্সার রোগে উপকারী।
২) পাতার নির্যাস ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
৩) শিকড় মূত্র বুদ্ধিকারক এবং ঘর্মকারক।
রাসায়নিক উপাদান : পাতায় ক্রিস্টালাই স্যাপোনিন, স্টেরয়ডীয় স্যাপোনিন ও ফুরোস্টেনোলিক স্যাপনিন আছে।