গাছপালা

বিয়াশ গাছ

প্রচলিত নাম : পানি হিজল

ইংরেজী নাম : Biash

বৈজ্ঞানিক নাম : Salix tetrasperma Roxb.

পরিবার : Salicaceae

পরিচিতি : মাঝারী আকারের বৃক্ষ। পাতা একান্তর, ৪-১৫ x ৩-৬.০ সে. মি. সরু লম্বা বর্শাকৃতির, পত্ৰশীর্ষ সরুও চিক্কন, পত্র ফলকের কিনারা খাঁজকাটা। ফুল হলুদ। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা কেটকিনে থাকে। পুরুষ কেটকিন ৫-১০ সে. মি. ও স্ত্রী কেটকিন ৭-১২ সে, মি. লম্বা হয়। ফল ক্যাপসুল, ৩-৪ মি. মি. লম্বা।

বিস্তৃতি : সিলেট ও চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়। তবে দেশের অন্যত্র লাগানো হয়ে থাকে।

বংশ বিস্তার : কাটিং ও লেয়ারিং-এর মাধ্যমে ভাল হয়।

সাধারণ ব্যবহার : কাঠ হালকা লালাভ বাদামী, দৃঢ় ও মোটামুটি টেকসই। কাঠ খুঁটি, লাঙ্গল, তক্তা ও নলকূপ, ঘর তৈরীতে ব্যবহৃত হয়। এছাড়া কাঠ কারুকাজ, ম্যাচ বাক্স তৈরীতে সুবিধাজনক। পাতা পশুখাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *