গাছপালা

জবা ফুল

প্রচলিত নাম : জবা

ইংরেজী নাম : Shoe flower / China rose

বৈজ্ঞানিক নাম: Hibiscus rosa-sinensis Linn.

পরিবার : Malvaceae

পরিচিতি : নানা প্রজাতির জবা গাছ থেকে নানা রঙের জবা ফুল পাওয়া যায়। বহু শাখা-প্রশাখা বিশিষ্ট এই গাছের উচ্চতা ১৩ মিটার পর্যন্ত হয়। জবার পাতা সরল, ধারগুলি খাঁজকাটা। সারাবছরই কম বেশী ফুল ফোটে। দেখতে অনেকটা ঘন্টার মতো। তবে গ্রীষ্ম ও বর্ষাকালে ফুলের প্রাচুর্য ঘটে।

বিস্তৃতি : সমগ্র বাংলাদেশে এর চাষ হয়।

ব্যবহার্য অংশ : ফুল, পাতা ও শিকড়।

চাষাবাদ : সারাদিন রোদ পায় এবং বর্ষায় পানি জমে না এমন জমিই জবা গাছের পক্ষে আদর্শ। বাগানে এই গাছ লাগানো চলে। ৩০-৪০ সে. মি. টবেও মাটি ভরে এই গাছ লাগানো চলে। কাটিং, গুটি কলম, দাবা কলম এবং চোখ কলম দ্বারা এই গাছের বিস্তার ঘটানো যায়।

ঔষধী ব্যবহার :

১) জবা গাছের টাটকা পাতার রস জলপাই তেলের সাঙ্গে মিশিয়ে আগুনে ফুটিয়ে মাথায় তেল তৈরী করা হয়।

২) এ তেল কেশবর্ধক বলে খুবই জনপ্রিয়।

৩) জবা ফুলের কুঁড়ির রস জ্বরনাশক।

৪) জবা ফুল দুধ, চিনি ও জিরার সঙ্গে সেবন করলে গণোরিয়া রোগের উপশম হয়।

৫) এছাড়া, মহিলাদের ঋতুবিলম্বিত হলে জবা ফুল পিষে সেবন করলে সুফল পাওয়া যায়।

অন্যান্য ব্যবহার : জবার ফুল জুতা কাল করার জন্য ব্যবহৃত হয় এবং জবা ফুল সূর্য পূজার উপাদান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *