পাতিলেবু গাছ বা কাগজী লেবু
প্রচলিত নাম : কাগজী লেবু
ইংরেজী নাম : Citrus Lemon
বৈজ্ঞানিক নাম : Citrus aurantifolia (Christm.) Saringle
পরিবার : Rutaceae
পরিচিতি : পাতিলেবু বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রায় গোলাকার এই লেবু অম্বরসে ভরা। বীজ ও কলম এই দুয়ের থেকেই উদ্ভিদের চারা তৈরী হয়। বীজ থেকে পাতিলেবুর যে চারা তৈরী উৎপন্ন হয় তার ফল ঠিক গোলাকার নয়, একটু ডিম্বাকার এবং তার খোসা পুরু।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র বিশেষ করে পুর্বাঞ্চল ও পুর্ব-দক্ষিণাঞ্চলে এর চাষ বেশী হয়।
ফুল ফোটার সময় : ফেব্রুয়ারী-মার্চ।
ফল পাকার সময় : নভেম্বর-ডিসেম্বর।
ব্যবহার্য অংশ : ফল।
সাধারণ ব্যবহার : খোসা ছড়িয়ে নুন সহযোগ পাতিলেবুর আচার তৈরী করা হয়। আজকাল অনেকে দুধ না দিয়ে লিকার চায়ে অল্প পাতিলেবুর রস মিশিয়ে পান করেন। তাছাড়া দৌড় ঝাঁপের পর ক্লান্ত দেহে বাড়ি ফিরে এসে একটু জিরিয়ে নিয়ে পাতিলেবু দিয়ে তৈরী সরবত পান করলে দৈহিক ক্লান্তি দূর হয়, শরীরে আসে সতেজতা।
ঔষধী ব্যবহার :
১) হঠাৎ ঠাণ্ডা লেগে সর্দি হলে, নাক দিয়ে অবিরম কাচা জল পড়তে থাকলে, হাঁচি হতে থাকলে ও শরীর ম্যাজম্যাজ করলে পাতিলেবুর দু’চামচ রস ঈষদুষ্ণ জলে ফেলে পান করলে দ্রুত আরাম পাওয়া যায়।
২) কোষ্ঠকাঠিন্যে পাতিলেবুর রস ঈষদুষ্ণ জলে মিশিয়ে পান করলে রোগটি দূর হয়।
৩) মুখে অরুচি এলে পাতিলেবুর আচার একটু খেলে অরুচি দূর হয়।
৪) দেহের কোথাও দাদ বা ছুলি হলে সে জায়গায় প্রতিদিন দু-তিনবার করে কাটা পাতিলেবু ঘষলে রোগ দূর হয়।
৫) মাথার খুসকি হলে চুলের গোড়ায় পাতিলেবুর রস ভালভাবে লাগিয়ে ঘন্টাখানেক বাদে সাবান দিয়ে মাথা ঘষলে খুসকি দূর হয়।