গাছপালা

জয়ন্তী বা কাঠশোলা বা ধইঞ্চা গাছ

জয়ন্তী

প্রচলিত নাম : কাঠশোলা, ধইঞ্চা

ইংরেজী নাম : Common sesban, Egyption Rattle Pod.

বৈজ্ঞানিক নাম : Sesbania sesban (Linn.) Merr.

পরিবার : Leguminosae

পরিচিতি : ছোট আকারের দ্রুতবর্ধনশীল নরম কাঠের গাছ। পাতা যৌগিক, পেরিপিনেট, রেকিস ১৫ সে. মি. লম্বা। পত্রক ৯-২০ জোড়া, সরু ও লম্বা। ফুল হলুদ বা লালাভ হলুদ, ছোট ছোট গুচ্ছে শাখাশীর্যে ঝুলন্ত অবস্থায় থাকে। পড ১৫-২২ সে. মি. লম্বা, পেছনে মাঝে মাঝে সংকুচিত ও ২০-৩০টি বীজ থাকে।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

ফুল ফোটার সময় : আগষ্ট-সেপ্টেম্বর।

বীজ সংগ্রহ : ডিসেম্বর-জানুয়ারী।

সাধারণ ব্যবহার : বাকল থেকে আঁশ পাওয়া যায় এবং উহা রশি তৈরীতে ব্যবহৃত হয়। পাতা ও বীজ ওষুধে ব্যবহৃত হয়। কাঠের কাঠ কয়লা গান পাউডার হিসেবে ব্যবহৃত হয়। জয়ন্তী নাইট্রোজেন সংরক্ষণকারী গাছ ও জীবন্ত বেড়া হিসেবে লাগানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *