চিকরাশি গাছ
প্রচলিত নাম : চিকরাশি
ইংরেজী নাম : Chikrasi
বৈজ্ঞানিক নাম : Chickrasia tabularis A. Juss.
পরিবার : Meliaceae
পরিচিতি : বড় আকৃতির পত্রঝরা বৃক্ষ, উচ্চতায় ২৫ মিটার ও ২.৫ মিটার বেড় পর্যন্ত হয়ে থাকে। পত্র যৌগিক। ফুল ছোট, হলুদ রং এর হয়। ফল গোলাকার ৫ সে. মি. লম্বা ও ৩-৫টি বীজ থাকে। প্রতিটি বীজে ছোট হালকা পাখা আছে।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় বনাঞ্চলে জন্মে।
বীজ সংগ্রহ : জানুয়ারী-ফেব্রুয়ারী।
বীজের ওজন : কেজিতে ৭০,০০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ হলুদ থেকে লালাভ বাদামী বর্ণের হয়। কাঠ শক্ত, সুন্দর সঙ্কুচিত গ্রেনযুক্ত, ভাল পালিশ নেয়। কাঠ ভারী। চিকরাশি কাঠ উন্নতমানের আসবাবপত্র, ভিনিয়ার, রেলের বগি, পিয়ানো কেস, দরজা জানালার পাল্লা, ক্ষুদাই কাজ, ডোঙ্গা, গৃহনির্মাণ, ববিন ও উড়োজাহাজের প্রফেলার নির্মাণে ব্যবহৃত হয়।