গাছপালা

চালমুগরা গাছ

প্রচলিত নাম : চালমুগরা

ইংরেজী নাম : Chaulmugra

বৈজ্ঞানিক নাম : Hydnocarpus kurzii (King) Warb.

পরিবার : Flacourtiaceae

পরিচিতি : বড় আকারের চিরসুবজ বৃক্ষ, প্রায় ২০ মিটার পর্যন্ত লম্বা হয়। শাখা খুবই লম্বা। পাতা বাইফারাস (Bifarous) ১২-১৫ সে. মি. লম্বা। বাকল ধূসর ও মসৃণ। ফুল হালকা হলুদ, কাক্ষিক ফেসিকল। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা গাছে হয়। ফল ৭-১৮ সে. মি. লম্বা ও গ্লোবুজ।

বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে জন্মে। বর্তমানে এদের সংখ্যা খুবই কম।

সাধারণ ব্যবহার : কাঠ হলুদ অথবা হালকা বাদামী বর্ণের হয়। কাঠ শক্ত, ভারী ও গ্রেন সংকুচিত। এ কাঠ খুঁটি, গৃহনির্মাণ ও তক্তায় ব্যবহৃত হয়। এ গাছের পাতা ও ফল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *