চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

জল বসন্ত

জল বসন্ত

জল বসন্ত একটি ভাইরাস জনিত রোগ। এটি মারাত্নক ছোয়াচে। এটি সংস্পর্শ ও বাতাসের মাধ্যমে বিস্তার লাভ করে। সাধারণত কেউ একবার জল বসন্তে আক্রান্ত হলে তার আর জলবসন্ত হওয়ার সম্ভাবনা থাকে না।

 

জল বসন্ত হলে প্রথমে আক্রান্ত ব্যক্তির গায়ে মৃদু থেকে মধ্যম জ্বর, শরীর বেদনা হতে পারে। এরপর দেহে তৃকে শুটিকা বের হতে শুরু করে। গুটিকা প্রথমে লালচে থাকে পরবর্তীতে গুটিকাগুলো ফোস্কাতে রূপান্তরিত হয়। ফোস্কাতে ব্যকটেরিয়া দ্বারা। ইনফেকশন হলে সেখানে পুঁজ সৃষ্টি হয়। গুটিকা ও ফোস্কাতে চুলকানী ও জ্বালাপোড়া থাকে।

 

জল বসন্ত হলে প্রথমেই রোগী কে গুটিকা পুরোপুরি না শুকানো পর্যন্ত শিশুদের থেকে দুরে রাখতে হবে। যে সকল খাবারে এলার্জি রয়েছে সে সকল খাবার এড়িয়ে চলতে হবে। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।

 

চিকিৎসা

সাধারণ ব্যবস্থাপনা।

আক্রান্ত রোগীকে আলাদা রাখতে হবে-১০ দিন পর্যন্ত যাতে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে রোগ না ছড়ায়।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার দেয়া।

নরম সুতি কাপড় পরিধান করা।

আক্রান্ত স্থানে না চুলকানো এবং মামড়ি না উঠানো।

 

ঔষধ মৃদু থেকে মধ্যম মাত্রার আক্রমনের ক্ষেত্রে ১) এন্টি হিস্টামিন ক) স্বল্প থেকে মধ্যম মাত্রার সমস্যার জন্য

জেনেরিক: ক্লোরফেনিরামিন মেলিয়েট (chlorpheniramine maleate) ব্রান্ড: পিরিটন (piriton , প্রস্তুতকারক: গ্ল্যাক্সোস্মিথকাইন। ডোজ: । প্রাপ্ত বয়স্ক: ৪ মিগ্রা ট্যাবলেট দিনে ৩ বার।

শিশু

০ শিশু-৬ মাস থেকে ১ বছর: আধা চামচ (২.৫

মিলি/১ মিগ্রা) দিনে ২ বার। শিশু-১-৫ বছর সিরাপ- আধা চামচ (২.৫ মিলি/১

মিগ্রা) দিনে তিন বার। ০ শিশু ৫-৮ বছর: ২ মিগ্রা দিনে তিন বার ০ শিশু-৯ থেকে ১১ বছর: ৪ মিগ্রা দিনে ২-৩ বার।

খ) মধ্যম থেকে তীব্র মাত্রার সমস্যার ক্ষেত্রে:

। জেনেরিক: সেট্রিজিন (cetirizine) । ব্রান্ড: এলাট্রল, প্রস্তুতকারক: স্কয়ার

ডোজঃ প্রাপ্ত বয়স্ক ও ছয় বছরের ঊর্ধে শিশুদের ক্ষেত্রে : ১০ মিগ্রা দৈনিক। ২-৬ বছরের শিশু : ৫ মিগ্রা প্রতিদিন।

গ) তীব্র মাত্রার ক্ষেত্রে

না জেনেরিক: ফেক্সোফেনাডিন (fexofenadin)। । ব্রান্ড: ফেনাডিন (fenadin), প্রস্তুতকারক: রেনাটা

 

ডোজ

প্রাপ্ত বয়স্ক (১২ বছরের উদ্ধে): ৬০-১৮০ মিগ্রা দৈনিক। শিশু- ৬ মাস থেকে ২ বছর : ১৫ মিগ্রা দিনে ২ বার। শিশু- ২ বছর থেকে ১১ বছর : ৩০ মিগ্রা দিনে ১-২ বার।

২। জ্বর ও বেদনার জন্য এন্টিপাইরেটিক

ক) প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে

| জেনেরিক: প্যারাসিটামল ফাস্ট রিলিজ listinen

ব্র্যান্ড: নাপা র‍্যাপিড (NAPA RAPID) প্রস্তুতকারক: বেক্সিমকো

ডোজ: ১ টি ট্যবলেট ৬ ঘন্টা পর পর কিছু খাবার পর। খ) শিশুদের ক্ষেত্রে।

জেনেরিক: প্যারাসিটামল ব্র্যান্ড: সিরাপ নাপা (NAPA) প্রস্তুতকারক: বেক্সিমকো ডোজ

v ৬ মাসের কম বয়স্ক: ডাক্তারের পরামর্শ নিন।

  • ৬ মাস থেকে ১ বছর বয়স: আধা চা চামচ দিনে ৩-৪

বার। * ১ বছর থেকে ২ বছর: এক চা চামচ দিনে ৩-৪ বার। v ২ বছর থেকে ৫ বছর: দেড় থেকে দুই চা চামচ দিনে

৩-৪ বার। v ৫ থেকে ১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।

 

জল বসন্ত একটি ভাইরাস জণিত রোগ তাই এ ক্ষেত্রে এন্টিবায়োটিক কোন কাজে লাগে না (এন্টিবায়োটিক ব্যকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে)। তাই এ ক্ষেত্রে কোন এন্টিবায়োটিকের ব্যবহার নেই। তবে যদি জল বসন্তের ফুস্কুরীতে পুঁজ বিন্দু দেখা যায় তবে এন্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে রোগীকে এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *