গাছপালা

চাপালিশ গাছ

প্রচলিত নাম : চাপালিশ

ইংরেজী নাম : Chapalish, Wild Jack.

বৈজ্ঞানিক নাম : Artocarpus chaplasha Roxb

পরিবার : Moraceae

পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ এবং প্রায় ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ছোট গাছের পাতার বোঁটা খাটো ও পাতা বহুরূপী। বড় গাছের পাতা পাতলা চামড়ার মতো খসখসে বোঁটা লম্বা ও পত্রফলক ১৫-৩০x ৭-১৮ সে. মি. পর্যন্ত হয়ে থাকে। ফুল হয় না। ফল গোবুজ, ছোট কাঁঠালের মত গোলাকৃতির, ৮-১০ সে. মি. ব্যাসের হয়।

বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম, চট্রগ্রাম ও সিলেটে পাওয়া যায়। দেশের অন্যত্র বর্তমানে লাগানো হচ্ছে।

বীজ সংগ্রহ : জুন-আগষ্ট।

বীজের ওজন : কেজিতে ২০০০টি।

বংশ বিস্তার : পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে সরাসরি পলিব্যাগে লাগানো হয়। চারার বয়স ৯-১২ মাস হলে বাগানে লাগানো হয়।

সাধারণ ব্যবহার : কাঠ বাদামী থেকে হাল্কা হলুদ বর্নের হয়। কাঠ মোটামুটি শক্ত, ভারী, দৃঢ় ও টেকসই। প্রথম শ্রেনীর কাঠ হিসেবে পরিচিত এবং ভাল পালিশ নেয়। এ কাঠ জাহাজ লঞ্চ, নৌকা, ডোঙ্গা, দাড়, মাস্তুল, গাড়ী, ট্রাকের বডি, দরজা-জানালার পাল্লা, আসবাবপত্র, বাক্স, সুক্ষ কারু ও ক্ষুদাই কাজ, পাটকলের ববিন, টার্নার ও মিস্ত্রিকাজে ব্যপকভাবে ব্যবহৃত হয়। ফল টকমিষ্টি ও পাতা উত্তম পশু খাদ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *