প্রচলিত নাম : চাকুয়া, তরুল, কালোকড়ই
ইংরেজী নাম : Black Siris
বৈজ্ঞানিক নাম : Albizia chinensis (Osbeck) Merr.
পরিবার : Leguminosae S.F Mimosoideae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ। উত্তরাঞ্চলে এ গাছকে তরুল বলা হয়। উচ্চতায় ১৫-২০ মিটার পর্যন্ত হয়। পাতা দ্বিপক্ষল যৌগিক ও হালকা সবুজ। প্রধান রেকিজ (rachis) নীচের দিকে ঝুলে থাকে উহা ১৫-৩০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। উপপত্রযুক্ত। পিনি ৬-২০ জোড়া ও পত্রক ২০-৪০ জোড়া থাকে। শাখা শীর্ষের পাতা লালাভ সবুজ। সকাল ও বিকালে পাতা সঙ্কুচিত থাকে এবং উজ্জ্বল রোদে (দুপুর বেলা) পাতা ছড়িয়ে থাকে। পত্রক ৬x ২ সে. মি. আকৃতির। ফুল বোটাহীন, ফর পড়, ১০-২০ সে. মি. লম্বা হয় এবং পাকলে হলুদ হয়, বাকল ধূসর ও ফাটলযুক্ত।
বিস্তৃতি : চট্টগ্রাম, সিলেট ও দেশের উত্তরাঞ্চলে বেশী জন্মে।
ফুল ফোটার সময় : মে-জুন।
বীজ সংগ্রহ : ফেব্রুয়ারী-মার্চ।
বংশ বিস্তার : বীজ সংগ্রহ করে শুকিয়ে সংরক্ষণ করা যায়। পলিব্যাগে রোপণের ৯-১২ মাসের মধ্যে চারা বাগানে লাগানোর উপযুক্ত হয়।
সাধারণ ব্যবহার : কাঠ বাদামী ও নরম। কাঠ হালকা, ওজন ৩৫২-৭২১ কেজি/ঘন মিটার। কাঠ শক্ত ও দৃঢ় নহে, সহসা ঘুণে পোকা ও উইপোকায় আক্রান্ত হয়। এছাড়া, সস্তা আসবাবপত্র, কৃষি উপকরণ, নলকূপের ভিতর ও মুখের তক্তা, ডোঙ্গা, ছোট ট্যানেরী দ্রব্য ইত্যাদি কাজেও ব্যবহৃত হয়।