প্রচলিত নাম : চাপা।
ইংরেজী নাম : Champak, Golden Champa
বৈজ্ঞানিক নাম : Michelia champaca Linn.
পরিবার : Magnoliaceae
পরিচিতি : বড় আকৃতির চিরসবুজ গাছ। বানঞ্চলে প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। লাগানো গাছের গড় উচ্চতা ১০-১৫ মিটার। পাতা বর্শাকৃতির, উজ্জ্বল, একান্তর, ১৫-২০x ৭-৫ সে. মি. বল্লমাকৃতির, লম্বাটে। ফুল হলুদ সুগন্ধি পাপড়িযুক্ত। পাপড়ি ৫ সে.মি. পর্যন্ত লম্বা হয় ও কাক্ষিক। ফলের স্পাইক ৭-১৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। বীজ বাদামী বর্ণের হয়।
বিস্তৃতি : পার্বত্য চট্রগ্রাম ও চট্রগ্রামের বনাঞ্চলে বেশী জন্মে। এছাড়া শোভা বর্ধনকারী ফুল সুশোভিত বৃক্ষ হিসাবে সর্বত্রই লাগানো হয় ।
বীজ সংগ্রহ : আগষ্ট-সেপ্টেম্বর।
বীজের ওজন : কেজিতে ১৫০০০-১৮০০০টি।
বংশ বিস্তার : বীজ সংগ্রহ করে পলিব্যাগে লাগানো হয়। চারার বয়স ৯-১২ মাস হলে বাগানে লাগানো হয়।
সাধারণ ব্যবহার : কাঠ হালকা, জলপাই-বাদামী বর্ণের, মোটামুটি শক্ত। আঁশ সোজা, মসৃণ ও সুন্দর। কাঠ মোটামুটি দৃঢ়, টেকসই ও ভাল পালিশ নেয়। এ কাঠ দামী আসবাবপত্র, ভিনিয়ার, দরজা-জানালার পাল্লা, গৃহনির্মাণ, জাহাজ, লঞ্চ ও নৌকা নির্মাণ, তক্তা, খুঁটি, বোর্ড, সুন্দর কারুকাজ ও ঘরসাজানো, মলডিং (Moulding), বাক্য-গোছা, সংযোগ কাজ, ববিন, ড্রাম, বিড, প্লাইউড, চায়ের বাক্স ও উড়োজাহাজ নির্মাণে ব্যবহৃত হয়। ওজন ৫৯২-৬৭২ কেজি/ঘন মিটার। কাঠ থেকে পাতন প্রক্রিয়ায় ক্যাম্পর আহরিত হয়। ফুল থেকে উদ্বায়ী তৈল ও রং পাওয়া যায়। ফুল থেকে সুগন্ধি আতর তৈরী হয়।