গাছপালা

চন্দুল বা ময়নাকাটা গাছ

প্রচলিত নাম : ময়নাকাটা

ইংরেজী নাম : Chandul

বৈজ্ঞানিক নাম : Tetramelis nudiflora R Br.

পরিবার : Tetramelaceae

পরিচিতি : বড় আকারের চিরসবুজ পত্র হরিৎ বা পত্রঝরা গাছ। উচ্চতায় প্রায় ৪০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ধূসর সাদা স্পঞ্জি বাকল আছে। গাছের গোড়ায় আধঃমূল আছে। পাতা সরল, পূর্ণাঙ্গ, ৮-১৫ x ৭-১২ সে. মি. সরু ও লম্বাটে। ফুল সাদা, ডায়োসিয়াস। ফল ক্যাপসুল, ৪-৫ মি. মি. লম্বা হয়।

বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম।

সাধারণ ব্যবহার : কাঠ সাদা, নরম ও খুব হালকা। তাই ডোঙ্গা নির্মাণে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *