গাছপালা

চালকুমড়া গাছ

প্রচলিত নাম : চালকুমড়ো

ইংরেজী নাম : Chalkumra

বৈজ্ঞানিক নাম : Benincasa hispida (Thunb) Cogn.

পরিবার : Cucurbitaceae

পরিচিতি : চালকুমড়া বর্ষজীবী লতা। পাতা শক্ত ও লোমশযুক্ত। ফল ও বীজ ক্ষেতকুমড়ার ন্যায়। এর আশ্রয়স্থল ঘরের চালায়। অথবা বাঁশের মাচায় ।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র এর চাষ হয়।

ব্যবহার্য অংশ : ফল, বীজ ও লতা।

ঔষধী ব্যবহার :

১) গ্লুরিসি রোগে চাল কুমড়োর রস একটু চিনি মিশিয়ে খেলে উপকার হয়।

২) চার বা পাঁচ চামচ চাল কুমড়োর রস গরম দুধে মিশিয়ে খেলে কোষ্টকাঠিন্য দূর হয়।

৩) চাল কুমড়ার শাঁস শুকিয়ে বায়ুর অনুপস্থিতিতে পুড়িয়ে তার সঙ্গে আধা গ্রাম আন্দাজ গরম জল মিশিয়ে খেলে শুল ব্যাথায় উপশম হয়।

৪) ক্রিমি হলে চালকুমড়োর বীজের শাঁস দু’গ্রাম আন্দাজ বেটে জলসহ খেলে উপকার হয়।

৫) হৃদযন্ত্র ঝুলে গেলে রোগীকে ছাগদুগ্ধ সহযোগে পাকা চালকুমড়োর হালুয়া কিছুকাল যাবৎ খাওয়ালেই রোগ উপশম হয়।

৬) ধী-শক্তি বাড়াতে হলে জলসমেত চালকুমড়ার শাস মধুসহ খাওয়ার অভ্যাস করুন।

৭) পেট ফাঁপলে এবং প্রস্রাব ভাল না হলে এই কুমড়োর রস পেটে মালিশ করলে সত্বর উপকার পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *