কার্ডিয়াক সাইকেল বা হৃদ চক্র ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
কার্ডিয়াক সাইকেল বা হৃদ চক্র
হৃদপিন্ডের ছন্দ থেকে ছন্দে চক্রাকারে আবর্তিত পরিবর্তন সমুহকে কার্ডিয়াক সাইকেল। (cardiac cycle) বা হৃদ চক্র বলে। কার্ডিয়াক সাইকেল সম্পাদনের সময় গড়ে ০.৮ সেকেন্ড। কার্ডিয়াক সাইকেল-এ দুটি ঘটনা ঘটে
১. সিস্টোল – যে পর্যায়ে হৃদপিন্ড সংকুচিত হয়।
২. ডায়াস্টোল – এ পর্যায়ে হৃদপিন্ড প্রসারিত হয়।