কনডাকটিং সিস্টেম বা হৃদ-সঞ্চারক তন্ত্র
বিশেষ ধরনের টিস্যু যা হৃদপিন্ডের চালিকাশক্তি উৎপন্ন করে ও উৎপাদিত চালিকাশক্তি সঞ্চারিত করে। মূলত এস.এ. নোড় দ্বারা এবং আংশিকভাবে এভি নোড় দ্বারা চালিকাশক্তি উৎপন্ন হয় এবং তা এভি বান্ডেল ও পার্কিঞ্জি ফাইবার দ্বারা সমগ্র হার্টে ছড়িয়ে পড়ে।
কখনো কখনো কন্ডাকটিং সিস্টেমের এস.এ. নোডের অকার্যকারীতা দেখা দেয়। ফল হার্ট ঠিকমত কাজ করতে পারে না। এর চিকিৎসার জন্য কৃত্রিম পেস মেকার সংযোজন করতে হয়।