গাছপালা

কাঁটাবাশ

প্রচলিত নাম : কাঁটা বাঁশ, কেটশি

ইংরেজী নাম : Sping Bamboo

বৈজ্ঞানিক নাম : Bambusa arundinacea Retz. Willd

পরিবার : Graminae

পরিচিতি : ঘন ও মজবুত ঝাড় তৈরীর বাঁশ। কাল্ম ১০-৩০ মিটার লম্বা ও ব্যাস ২-৯ সে. মি. হয়। বাকল গাঢ় সবুজ হয় । পর্বসন্ধি থেকে অনেক বাকা কাঁটাযুক্ত শাখা বের হয় এবং কাঁটা ৪.৫ সে. মি. লম্বা হয়। বাঁশের খোল ১৫-৪৫ সে. মি. লম্বা হয় এবং পাশে ১২-৩০ সে. মি. হয়। খোলের গায়ে কালো কালো লোম থাকে। পাতা সরু লম্বা, বল্লমাকৃতির, বিভিন্ন আকারের ও ৬-২২x১-৩.৫ সে.মি., হয় । পাতার উভয় দিক তেলতেলা ও উজ্জ্বল সবুজ হয়। লিপসেথ পুরু, লিঙ্গোরেট ও অরিকন্ড।

প্রপ্তিস্থান : দেশের সর্বত্র লাগানো হয়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃহত্তর রংপুর, দিনাজপুর জেলায় বেশী দেখা যায়।

বংশ বিস্তার : মোথার সাহায্যে।

ব্যবহার : ঘরের খুঁটি, কৃষি উপকরণ, বেড়া, নির্মাণ সামগ্রীসহ বিবিধ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *