বুড়া গাছ
প্রচলিত নাম : রাতবুড়া
ইংরেজী নাম : Bura
বৈজ্ঞানিক নাম : Macaranga denticulata Muell-Arg.
পরিবার : Euphorbiaceae
পরিচিতি : মাঝারী আকারের চিরসবুজ গাছ। নূতন ডালা মরিচ বর্ণের টুমেন্টোস। পাতা একান্তর, পেল্টেড, ৭-৩০x ৬-১৫ সে. মি., প্রশস্ত, ডিম্বাকৃতির, পূর্ণাঙ্গ ও পত্র ফলকের উপরের দিক উজ্জ্বল। পাতায় লাল লাল ছোট গোলাকার দাগ আছে। পত্রবৃন্ত ৫-২০ সে. মি. লম্বা। ফুল কাক্ষিক পেনিকেল। ফল ক্যাপসুল ও ৬ মি. মি. লম্বা।
বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে পাওয়া যায়।
সাধারণ ব্যবহার : কাঠ হলদে বাদামী বর্ণের, শক্ত, দৃঢ় ও টেকসই। ভাল পালিশ নেয় না। নির্মাণ কাজ ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।