বুদুম গাছ
প্রচলিত নাম : উদম বেত
ইংরেজী নাম : Bodum Bet
বৈজ্ঞানিক নাম : Calamus flagellum Griff.
পরিবার : Palmae
পরিচিতি : কাণ্ডের বেড় ৩.৮-৪.১ সে.মি.। পর্বগুলি স্পষ্ট। পর্ব মধ্যের দৈর্ঘ্য ৩২.০-৪০.০ সে. মি.। পাতার দৈর্ঘ্য ৩.০-৩.৫ মিটার। ফ্লাজিলাম আছে। পত্রকগুলি রেকিস হতে উভয় পার্শ্বে উৎপন্ন হয়। রেকিসের উপর পত্রকগুলি একান্তর। রেকিসের অগ্রভাগে মনে হয় পত্রকগুলি প্রতিমুখ। পত্রকের গড় দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪৫.০-৭০.০ সে. মি. ও ৩.৫-৫.৫ সে. মি.। ফলের আকার একটু লম্বা অনেকটা ডিমের মতো তবে গোড়ার দিকে বেঁটে। ফলের বোঁটা এবং আগার দিকে লম্বা ও কিছুটা বাঁকানো ঠোট বর্তমান। ফলের রং বাদামী তবে আঁইশের মত আবরণগুলির অগ্রভাগ খয়েরী রং মনে হয়। ফল দেখতে ডোরাকাটা। একটি তাজা পরিপক্ক ফলের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে ২.৭৫-২.৩৫ গ্রাম। ফল পাকার সময় জুন-আগস্ট। ফল পাকার পরপরই ফুল ফোটে। বৎসরে একবার মাত্র ফুল ও ফল হয়। তাজা আঁইশের মত আবরণ ফেলে দিলে ধূসর ও খয়েরী মিশ্রিত নরম মাংশল অংশ দেখা যায় যা খাজ কাটা শক্ত বীজকে আবৃত করে রাখে। একটি ফলে একটি বীজ হয়।
বীজ সংগ্রহ : জুলাই-আগস্ট।
বিস্তৃতি : সিলেট অঞ্চলে বেশী পাওয়া যায়। তবে বাংলাদেশের অন্যত্রও জন্মে।
বংশ বিস্তার : পলিব্যাগ চারা ও মোথার মাধ্যমে।
সাধারণ ব্যবহার : আসবাবপত্রের খুঁটি, ফ্রেম, লাঠি ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়।