প্রচলিত নাম : ঢেপাজাম
ইংরেজী নাম : Botejam
বৈজ্ঞানিক নাম : Syzygium arasoidium (Roxb) Raizada
পরিবার : Myrtaceae
পরিচিতি : মাঝারী আকারের চিরসবুজ গাছ। বাকল অমসৃণ, ধূসর অথবা বাদামী বর্ণের হয়। পাতা সরল, লম্বাটে, উপরের দিক উজ্জ্বল, ৭-২০ x ৫-১২ সে. মি., লম্বা হয়। ফুল সবুজাভ সাদা গুচছাকর সাইম (Cyme) ফল ড্রপ, পাকলে কালো হয় এবং ১-১.৫ সে. মি. ব্যাসের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র। তবে ভাওয়াল ও মধুপুর জঙ্গলে বেশী পাওয়া যায়।
সাধারণ ব্যবহার : কাঠ লালাভ, খুব শক্ত ও দৃঢ়। গৃহনির্মাণ, কৃষি উপকরণ ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। ফল সুস্বাদু।