গাছপালা

জিয়ল ভাদী গাছ

প্রচলিত নাম : জিয়ল ভাদী

ইংরেজী নাম : Bhaki, Kapila

বৈজ্ঞানিক নাম : Lannea coronnandelica Houtt. Mer.

পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের পত্রহরিৎ বৃক্ষ। বাকল ধূসর ও পুরু। পাতা যৌগিক ইমপেরিপিনিট, শাখাশীর্ষ গুচ্ছভাবে বিদ্যমান থাকে। পত্রক ৫-১১টি, বিপরীত, বোটা ছোট, ৭.৫-১৫ x ৫-৮ সে. মি., লম্বা বর্শাকৃতির। রেকিস ৪০-৬০ সে. মি. লম্বা। ফুল ছোট হলুদাভ ও লম্বা রেসিমে থাকে। ফল ছোট, ড্রোপ, ১.৬ সে. মি. লম্বা ও পাকলে লাল হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

বংশ বিস্তার : কাটিং ও লেয়ারিং পদ্ধতিতে করা হয়।

প্রাপ্তিস্থান : বাংলাদেশের সর্বত্র।

সাধারণ ব্যবহার : সদ্যকাটা কাঠ পিঙ্ক বর্ণের হয় এবং পরে লালাভ বাদামী বর্ণের হয়। কাঠ শক্ত, মোটামুটি ভারী, লম্বা দানাযুক্ত ও মসৃণ। গাছের বাকল থেকে আঠা উৎপন্ন হয় এবং উহার কালি প্রিন্টিং-এ ব্যবহৃত হয়। বাকল আমাশয় রোগে ব্যবহৃত হয়। পাতা ও শাখা পশুর উত্তম খাদ্য। কাঠ গৃহ নির্মাণ, প্যাকিং কেস, আসবাবপত্র, জোয়াল ও লাঙ্গল ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়। এছাড়া, খোদাই কারুকাজ ও টার্নিরিতে এ কাঠ ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *