প্রচলিত নাম : বুলাশ বা কমাবেল বা ছোটবেল
ইংরেজী নাম : Bolash
বৈজ্ঞানিক নাম : Sapium baccatum Roxb
পরিবার : Euphorbiaceae
পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের গাছ প্রায় ৩০ মি. পর্যন্ত উঁচু হয়। সোজা কাণ্ড ২০ মি. পর্যন্ত লম্বা হয়। গোড়ার বেড় ২ মিটার পর্যন্ত হয়। বাকল ধূসর বাদামী বর্ণের খাড়া আইশযুক্ত ঢেউ খেলানো পাতা ৫-১১x ৩-৭ সে. মি., ডিম্বাকৃতির বা বর্শাকৃতির হয়। পত্রবৃন্ত ৫ সে.মি. পর্যন্ত লম্বা হয়। ফুল প্রান্তিয় রেসিম। ফল লালাভ বেরি।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনে পাওয়া যায়।
ব্যবহার : কাঠ মোটামুটি নরম, দৃঢ় ও শক্ত। ভাল পালিশ নেয় না। সহসা উইপোকা ও ঘুণে নষ্ট করে না। সাধারণতঃ জ্বালানী কাঠ ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হবে।