গাছপালা

বৈলাম গাছ

প্রচলিত নাম : বৈলাম

ইংরেজী নাম : Boilame

বৈজ্ঞানিক নাম : Anisoptera scaphula (Roxb) Pierre

পরিবার : Dipterocarpaceae

পরিচিতি : বড় আকারের চিরসবুজ বৃক্ষ, ৪৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সোজা সরল লম্বা কাণ্ড এবং মাঝের বেড় ৫ মিটার পর্যন্ত হয়। পাতা সরল ও ফুল ছোট আকারের । বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম ও চট্রগ্রামের বনাঞ্চলে। বীজ সংগ্রহ : মে-জুন।

বীজের ওজন : কেজিতে ৫৮০-৬৫০টি।

সাধারণ ব্যবহার : কাঠ হালকা হলুদ থেকে বাদামী হলুদ হয়। কাঠ শক্ত দৃঢ়, টেকসই। ওজন ৫৫৯ কেজি/ঘনমিটার। কাঠ ভাল পালিশ নেয়। সস্তা আসবাবপত্র, নৌকা, ট্রলার, ডোঙ্গা, গৃহনির্মাণ, প্যাকিং বাক্স ও পাটাতন নির্মাণে এ কাঠ ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *