ব্রক্ষ্মিশাক গাছ বা ব্রাম্ভি গাছ
প্রচলিত নাম : ব্রাম্ভি
ইংরেজী নাম : Bharmi Shak.
বৈজ্ঞানিক নাম : Bacopa monnieri (Linn.) Pennell.
পরিবার : Scrophulariaceae
পরিচিতি : ব্রক্ষ্মিশাক লতানো উদ্ভিদ। কাণ্ড অতিশয় নরম, রসযুক্ত, গায়ে সূক্ষ্ম লোম আছে। পত্রের কিনারা অখন্ডিত, অগ্রভাগ গোলাকার, শিরা অস্পষ্ট। ফুল ফিকে নীলবর্ণ ও শ্বেতবর্ণ। বীজকোষে ২টি ঘর আছে, বীজ ফিকে, বীজাধারে বীজ অনেক হয়। গ্রীষ্মকালে ফুল ও ফল হয়। সমগ্র গাছ তিক্ত।
বিস্তৃতি : বাংলাদেশের সমতলভূমিতে, জলাজমিতে, পাহাড়ী অঞ্চলে ও বনে-বাঁদাড়ে অনেক জন্মে।
ব্যবহার্য অংশ : মূল, পত্র ও কান্ড।
রাসায়নিক উপাদান : ব্রক্ষ্মিশাকের মধ্যে Brahmine নামে একটি উপ-ক্ষার আছে।
ঔষধী ব্যবহার :
১) পুরো গাছটাই ভেষজ গুণসম্পন্ন । ব্রাক্ষ্মি দুর্বল স্নায়ুকে সতেজ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।
২) প্রতিদিন সকালে এর রস ডাল মিশিয়ে পান করলে শরীরিক দুর্বলতা দূর হয়। স্নায়ুবিক রোগে এর রস পান করলে উপকার হয়।
৩) এর পাতার রস মূত্রবর্ধক এবং শিশুদের ব্রঙ্কাইটিস রোগ দ্রুত সারায়।
৪) ব্রাহ্মি রক্তশোধক হিসাবে কাজ করে।
৫) পাতার ক্বাথ বাতের ব্যথার স্থানে প্রয়োগ করলে যন্ত্রণার উপশম হয়।
৬) পাতার রস উদরাময় রোগ সারায়।
৭) হাঁপানি ও উন্মাদি রোগেও ব্রাহ্মির ব্যবহারের উল্লেখ পাওয়া যায় আয়ুর্বেদ শাস্ত্রে।
৮) সর্দি কাশিতে কষ্ট পাচ্ছে এমন শিশুর বুকে ব্ৰক্ষ্মি গাছকে সেদ্ধ করে পুলটিস দিলে উপকার হয়।