গাছপালা

বুহারি গাছ বা কালাহুজা গাছ

প্রচলিত নাম : কালাহুজা

ইংরেজী নাম : Bohari

বৈজ্ঞানিক নাম : Cordia dichotoma Frost.

পরিবার : Boraginaceae

পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের মুকুট গাছ, উচ্চতায় ১৫ মিটার পর্যন্ত হয়। বাকল ধূসর-বাদামী বর্ণের। কাণ্ড লম্বা ও শাখাসমুহ নীচের দিকে নোয়ানো (Dropping) থাকে। পাতা সরল, পূর্ণাঙ্গ, লম্বাটে, ডিম্বাকৃতির এবং বিভিন্ন আকারের হয়ে থাকে। পত্রফলক ২.৫-৭.৫ x ২.৫-৫.০ সে. মি.। ফল সাদা ও কুরিভুজ সাইম। ৩-৪টি ফুল একত্রে থাকে। ফল ছোট, গোলাকার ও আঠালো পাল্প বিশিষ্ট।

বিস্তৃতি : দেশের সর্বত্রই বসতবাড়ীতে বিক্ষিপ্তভাবে জন্মে।

সাধারণ ব্যবহার : কাঠ ধূসর বাদামী, মোটামুটি শক্ত, হালকা আঁশযুক্ত, ও সহসা পোকায় আক্রান্ত হয়। কাঠ নৌকা, গানষ্টক, কৃষি উপকরণ, ডোঙ্গা, চায়ের বাক্স, নলকুপ খুঁটি, বীম, সস্তা আসবাবপত্র ও আচড়া নির্মাণে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *